রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের রংপুরের একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশের প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে ১.৯ কি.মি. দূরে অবস্থিত এই সুবিশাল প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি পর্যায়ে) হয়
অবস্থান-
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটটি রংপুর বিভাগের রংপুর শহরের জুম্মাপাড়ায় অবস্থিত। বিপরীতে বিভাগীয় কারিগরি শিক্ষাবোর্ড অবস্থিত।
ইতিহাস-
১৮৮২ সালে প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনসম্পদ তৈরীর লক্ষে “বেইলী ব্রীজ গোবিন্দ লাল টেকনিক্যাল স্কুল” নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৬২ খ্রিষ্টাব্দে আইয়ুব খান সরকার কর্তিক গৃহীত ৭ স্টেপ কর্মসুচিতে সিভিল ও পাওয়ার টেকনোলজি নিয়ে প্রতিষ্ঠিত হয় “রংপুর টেকনিক্যাল ইনস্টিটিউট”। ১৯৬৮ খ্রিষ্টাব্দে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল টেকনোলজি অন্তর্ভুক্ত করে নতুন নামকরণ করা হয় “রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট" । পরবর্তিতে পর্যায়ক্রমে ১৯৯২ খ্রিষ্টাব্দে ইলেকট্রনিক্স টেকনোলজি, ২০০২ খ্রিষ্টাব্দে কম্পিউটার টেকনোলোজি এবং ২০০৬ খ্রিষ্টাব্দে ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করা হয়েছে
বিভাগসমূহ-
কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি(সিএসটি)
তড়িৎ বিদ্যা
তড়িৎ প্রকৌশল
যন্ত্রকৌশল
পুরকৌশল
শক্তি প্রকৌশল
ইলেকট্রোমেডিক্যাল প্রকৌশল
আবাসিক হল
ছাত্রদের জন্য রয়েছে দুইটি এবং মেয়েদের জন্য একটি আবাসিক হল।
তিস্তা ছাত্রাবাস
শাহজাহান কবির ছাত্রাবাস
তাপসী রাবেয়া ছাত্রীনিবাস।
শাহজাহান কবির ছাত্রাবাসে মেধাক্রম অনুযায়ী ছাত্রদের চান্স দেওয়া হয়।